বাইক ড্রাইভিং লাইসেন্স থাকলে ৩১০০০ এ ম্যানেজার নিচ্ছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (RRF)
📢 RRF নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহকারী ব্যবস্থাপক (হিসাব ও ঋণ) | পদসংখ্যা: ১০০ 🏢 প্রতিষ্ঠান পরিচিতি (Job Context) রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (RRF) একটি জাতীয় পর্যায়ের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি ১৯৮২ সাল থেকে বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। RRF সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) লাইসেন্সপ্রাপ্ত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত একটি বিশ্বাসযোগ্য ঋণ কার্যক্রমভিত্তিক সংস্থা। সংস্থার ঋণ কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার লক্ষ্যে সহকারী ব্যবস্থাপক (হিসাব ও ঋণ) পদে মোট ১০০ জন যোগ্য ও আগ্রহী প্রার্থী নিয়োগ দেওয়া হবে। 📌 পদের নাম সহকারী ব্যবস্থাপক (হিসাব ও ঋণ) 👥 খালি পদ ১০০টি 🕒 চাকরির ধরন ফুলটাইম 📍 কর্মস্থল বাংলাদেশের যেকোনো জেলা/এলাকা 🧾 চাকরির দায়িত্বসমূহ (Responsibilities) এই পদে নিয়োজিত কর্মকর্তাকে শাখার হিসাব ও ঋণ কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। প্রধান দা...